নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজানে ঢাকার আশুলিয়ায় সামাজিক সংগঠন “আউকপাড়া আবাসিক এলাকা প্রকল্প উন্নয়ন ও পরিচালনা কমিটির” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় আউকপাড়া আদর্শ গ্রামের মাজার গেট এলাকায় প্রায় হাজারো মানুষের অংশগ্রহণে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আশুলিয়া থানা যুবলীগের সদস্য ও আউকপাড়া আবাসিক এলাকা প্রকল্প উন্নয়ন ও পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি, মোঃ সুলতান পলান ও ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আজাদ হারুনুর রশিদ উজ্জল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আউকপাড়া আবাসিক এলাকা প্রকল্প উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান বিশা, সিনিয়র সহ-সভাপতি, সালেহীন খান সাইদ, সহ-সভাপতি, মোঃ মনির তালুকদার সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply