লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সংগে মতবিনিময় করলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেন্জের ডিঅাইজি মিঃ দেবদাশ ভট্রাচার্জ, অাজ বিকাল ৩,৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।এতে অারো উপস্হিত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ অালম,ডিঅাই ওয়ান সামছুল হক সহ অারো পুলিশের কর্মকর্তাগন।
মতবিনিময় সভায় ডিঅাইজি জেলায় কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন, ডিঅাইজি মহোদয়ের সামনে জেলায় কর্মরত পুলিশ সুপারের মাদক বিরোধী অভিযান সফল করার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে ভুয়ষী প্রসংসা করেন
Leave a Reply