(কুষ্টিয়ায় “বলাকা ” নামে স্বেচ্ছায় রক্ত দান সংস্থার কুষ্টিয়া শহর শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে। বলাকা আমরা স্বেচ্ছাই রক্ত দেই সংগঠনে কুষ্টিয়া জেলা শাখার উদোগে গতকাল বৃহস্পতিবার রাতে শহরের নিশান মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বলাকা স্বেচ্ছায় রক্ত দেই সংস্থার কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিপ্লব হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ি জেলা শিক্ষা অফিসার আল মাসুম আহামেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত হোসেন, বক্তব্য রাখেন, বলাকা স্বেচ্ছায় রক্ত দেই জেলা শাখার সাধারণ সম্পাদক এন রহমান লিমন, দপ্তর সম্পাদক সৌরভ ইসলাম শুভ প্রমুখ। অনুষ্ঠান শেষে সাব্বির রহমান রাসেল কে কুষ্টিয়া শহর শাখার সভাপতি এবং খালিদ পারভেজ ঋতিক কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এ ছাড়াও অন্যান্য পদে যাদের নাম ঘোষনা করা হয় তারা হলেন, সহ-সভাপতি আনারুল ইসলাম (স্বাধীন) যুগ্ন সাধারন সম্পাদক, সামরুজ্জামান (সামুন),ওলিউর রহমান (ওলি), দপ্তর সম্পাদক, সাজ্জাদুর রহমান (নাজমুল), প্রচার সম্পাদক, রবিউল ইসলাম (রিদয়), অর্থ সম্পাদক, তোফাজ্জেল হোসেন (তোফান) , স্বাস্থ্য সম্পাদক,রাকিবুল ইসলাম (মিঠু)। এছাড়া কার্য নির্বাহী সদস্য, সাগর আলী ও হৃদয় হাসান। স্বেচ্ছায় রক্ত দান সংস্থা কুষ্টিয়া শহরের মানুষের পাশে সব সময় থাকবে ও মানব সেবায় নিয়যিত থাকবে সরবদা বলে জানান প্রচার সম্পাদক রবিউল ইসলাম (রিদয়) (সিনিয়র স্টাফ রিপোরটার দৈনিক লালন কন্ঠ)।
Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to more added agreeable from you! However, how could we communicate?
I couldn’t resist commenting
Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to more added agreeable from you! However, how could we communicate?