হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শিশু সাদিয়া আক্তার (৬) হত্যার প্রতিবাদে ও দুষিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিশু ইতি হত্যার তীব্র নিন্দা এবং হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তিও দাবি জানান।
গত ২৫ জুলাই নিখোঁজ হয় ইতি। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের মসজিদেও পাশে ধানী জমিতে তার বস্তাবন্ধি মরদে পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ মসজিদেও ইমাম ও মুয়াজ্জিমকে আটক করে করারাগারে প্রেরণ করে।
Leave a Reply