-
- ফেসবুক কর্নার
- মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
- প্রকাশের সময় : ডিসেম্বর, ৩০, ২০১৮, ১২:০৩ অপরাহ্ণ
- 678 বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সোনারগাঁও থানা ছাত্রলীগের ফেসবুকের মাধ্যমে খোলা চিঠি লিখেছেন, যা নিচে তুলে ধরা হলঃ
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান সোনারগাঁও এ যে বাসায় এসে থাকত,আমাদের মমতাময়ী নেএী শেখ হাসিনা সোনারগাঁয়ের যে বাসায় আসছিল, সোনারগায়ে আওয়ামীলীগ পরিবার বলা হয় যে পরিবারকে, যে পরিবার জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে কোন কিছু চিন্তা না নিজেদের জিবনের তোয়াক্কা না করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ছিল, যে পরিবারের অভিভাবক সাবেক এমপি মরহুম এডভোকেট সাজেদ আলি মোক্তার সাহেব, সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেন, যে নেতা কায়সার হাসনাত ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি জামায়াতের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে কারাগাড়ে ও জেল খেটে ছিল, যেই কায়সার হাসনাত ২০০৮ এর নির্বাচনে ৯২০০০ ভোটের ব্যবধানে বিএনপির সাবেক মন্ত্রী কে পরজিত করে আওয়ামীলীগ কে উপহার দিয়েছিলেন. অাজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অথচ আজ সেই কায়সার হাসনাত ভাইয়ের বাসাতেই সোনারগাঁও এর পুলিশ ও বিজেপি এসে বাড়ি ঘেরাও করে গুলি বর্ষন করে, দড়জা, জানালা,দেয়াল ভেঙ্গে আওয়ামীলীগ তৃনমুল নেতা কর্মি দের গায়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় এরেষ্ট করে নিয়ে যায়………………….. মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের একটাই দাবি কিছু একটা করেন এখনও সময় আছে।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ