কুষ্টিয়া থেকে সব সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে। বাসের নিরাপত্তার কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার সকাল এগারটা থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার সব সড়ক পথে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিক নেতারা।কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, শিক্ষার্থী ও বহিরাগত কিছু যুবক লাইসেন্স দেখার কথা বলে বাসে ভাঙচুর চালাচ্ছে। নিরাপত্তার কারণে তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।মাহাবুল আলম আরও বলেন, সড়কে চলতে গাড়ির কিছুটা ত্র“টিবিচ্যুতি থাকে। এভাবেই চলতে হয়। তারপরও বেশির ভাগ কাগজপত্র ঠিক থাকলেও শিক্ষার্থী হেনস্থা করছে। কিছু বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নিরাপত্তার ঝুকি থেকেই থাকছে। তাই বাস বন্ধ করে দেওয়া হয়েছে।জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন লাবলু বলেন, শ্রমিক নেতারা বাস চালাচ্ছে না। তাই স্থানীয় ও দূরপাল্লার সবধরনের বাস বন্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে। এদিকে হঠাৎ বাস না চলার এমন সিদ্ধান্তের কথা অনেকেই জানতেন না। সে কারণে অনেক যাত্রী দুর্ভোগে পড়েন।
Leave a Reply