পটুয়াখালীর মহিপুর থানা আওতাধীন ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নে ইশা ছাত্র আন্দোলনের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাখা সভাপতি এইচ.এম আল আমিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক-এর সঞ্চালনায় সকাল ৯.০০ টায় মাসিক সভা শুরু হয়।
সভায় সভাপতি তার বক্তব্যে সবাইকে ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রত্যেক ইংরেজি মাসের ৩ তারিখে মিটিংয়ের সময় নির্ধারণ করে বলেন, মাসিক মিটিং আমাদেরকে কাজ করতে বেগবান করবে। তাই প্রত্যেক মাসে মিটিং করা আব্যশক। তিনি প্রত্যেক মিটিংয়ে সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক, অর্থ-সম্পাদক মুহাঃ সাইদুল হক ও প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাঃ রেজাউল করিম প্রমুখ।
Leave a Reply