নিরাপদ সড়ক তৈরী ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবীতে লালমনিরহাটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২রা আগষ্ট) সকালে জেলার হাতীবান্ধা এস এস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি গোটা শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ গেটে এক মানব বন্ধনে মিলিত হয়।
এর আগে জেলা শহরের মিশন মোড় এলাকায় মানব বন্ধন কর্মসুচীতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানব বন্ধন কর্মসুচীতে শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবী করেন।
My partner and I stumbled over here from a different web address and thought I
might as well check things out. I like what I see so i am just following
you. Look forward to looking into your web page again.