-
- সারাদেশ
- হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী লাখাইয়ের লক্ষী নারায়ণ মন্দির
- প্রকাশের সময় : জুলাই, ৩০, ২০১৮, ১:৪৫ অপরাহ্ণ
- 576 বার পড়া হয়েছে
লাখাইয়ের করাব গ্রামের লক্ষী নারায়ন মন্দির কালের গর্ভে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। এই মন্দির অনেক প্রাচীন মন্দির।
এ মন্দির নির্মাণ করেন জমিদার যজ্ঞেশ্বর পাল ও রাম কিশোর পাল। যদিও আগে অনেক জাঁকজমক ছিল এই মন্দির, এখন তা নেই।
যে মন্দিরে প্রতিদিন পূজা হত সেখানে এখন গরু ছাগলসহ বিভিন্ন জিনিস মন্দিরের জায়গায় রাখে দখল কারীরা।
মন্দির দেয়াল ভেঙ্গে ইট নিয়ে যাচ্ছে দখলকারীরা, এতে করে কমে যাচ্ছে মন্দিরের আয়তন আর হারিয়ে যাচ্ছ মন্দিরের সুন্দর্য।
সরজমিনে গিয়ে দেখা যায়, মন্দির আগের চেয়ে আয়তন অনেক কমে গেছে।
এখানে স্থানীয় বাসিন্দা নারায়ন দেবের সাথে কথা বলে জানা যায়, এ মন্দির হাজার বছরের পুরনো। ধর্মীয় কাজ করার জন্য এটি জমিদারা তৈরি করেছিলেন।
এ গ্রামের আরেকজন কিতিশ পাল বলেন, সরকার ও সমাজের সচেতন নাগরিকরা যদি একটু সু-দৃষ্টি দেয় তাহলে হাজার বছরের পুরনো এ মন্দির রক্ষা করা যাবে। এভাবে মন্দির ভাঙ্গালে ও অযত্ন অবহেলায় পড়ে থাকলে আর বেশি দিন মন্দিরের প্রাচীন স্মৃতি টিকে থাকবে না। এখন আর মন্দিনের কোন পূজা করা হয় না।
করাব গ্রামের সব সনাতন পূজারীদের দাবি সেই মন্দিরে যেন পূজার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply