কুষ্টিয়ার দৌলতপুরে গাঁজার প্যাকেট থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে উদ্ধার হওয়া ১৬ কেজি গাঁজার প্যাকেট থেকে ১টি বিদেশী নাইন এমএম পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ম্যাগজিন ও গাঁজা বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় জমা দেয় বিজিবি। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মুন্সিগঞ্জ আশ্রয়ন বিজিবি ক্যাম্পের অধিনায়ক হাবলদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহলদল মুন্সিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও অস্ত্র চোরাচালানিরা একটি গাঁজার প্যাকেট ফেলে পালিয়ে গেলে বিজিবি তা উদ্ধার করে ব্যাটালিয়নে পাঠায়। সেখানে গাঁজার প্যাকেট খুলে অস্ত্র ও গুলি পাওয়া গেলে পরে তা থানায় জমা দেওয়া হয়। তবে উদ্ধার হওয়া মাদক বা অস্ত্রের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Leave a Reply