কর্তব্যরত ডাক্তার এনামুল হক জানান- “গত সোমবার(২৩ জুলাই) থেকে কুকুরের বিষের প্রতিষেধক ভ্যাকসিন(রাবিভ্যাক্স)এর প্রয়োগ বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান- আমাদের কাছে বর্তমানে যে পরিমান মজুদ আছে তা শুধুমাত্র আগে নিবন্ধনভুক্ত রোগীদের কোর্স সম্পন্ন করতে শেষ হয়ে যাবে, পর্যাপ্ত পরিমান সরবরাহ না থাকায় আমরা নতুন কোনো রোগীকে এই সেবার অন্তর্ভুক্ত করতে পারছিনা “।
এর ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীদের সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে এবং ব্যক্তিগতভাবে উচ্চমূল্যে এই ভ্যাকসিন কিনে প্রয়োগ করতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সাস্থ কমপ্লেক্স এর প্রধান সমন্বয়কারী এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলাম জানান-” পর্যাপ্ত সরবরাহ না থাকায় আমরা এই ভ্যাকসিন নতুন রোগীদের উপর প্রয়োগ সাময়িক ভাবে স্থগিত রেখেছি। সরবরাহ স্বাভাবিক হওয়া মাত্রই আমরা আগের মতোই সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবো।”
Leave a Reply