আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তিওরবিলার সুজনকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের ভিতর থেকে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে। জানাগেছে, উপজেলার তিওরবিলা গ্রামের গাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সুজন আলী(২২) দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছে। গতকাল ইয়াবা নিয়ে আলমডাঙ্গা উপজেলার পরিষদের মধ্যদিয়ে যাওয়ার সময় আলমডাঙ্গা থানার এসআই গোকুল চন্দ্র ও এএসআই মোস্তফা কামালের সন্দেহ হলে তাকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply