-
- সারাদেশ
- লাখাইয়ে শতভাগ বিদ্যুৎতের সক্ষমতা অর্জন
- প্রকাশের সময় : অক্টোবর, ১১, ২০১৮, ৭:০৩ পূর্বাহ্ণ
- 319 বার পড়া হয়েছে
হবিগঞ্জের লাখাই উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়নের সম্মান অর্জন করেছে।লাখাই সাব-জোনাল অফিসের তথ্য মতে জানাগেছে চলতি বছরের জুন মাসে এ উপজেলার শতভাগ বিদ্যুৎতায়িত হয়েছে। আর এ শতভাগ বিদ্যুৎতায়নের কাজ ২০০৯ সাল থেকে চলতি বছরে সমাপ্ত করা হয়েছে। সাব-জোনাল অফিসের এর আওতাভুক্ত উপজেলার ৬৫টি গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে ৫১০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। ২০০৯ থেকে চলিতি বছরে লাখাই উপজেলায় নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন ২৫৭৪৭ জন গ্রাহক। এতে লাখাই এর গ্রাহক সংখ্যা ৩১৩০০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সাব-জোনাল অফিসের এর আওতাভুক্ত এলাকা বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ১০,০০০ মেগাওয়াটে, যা পূর্বের তুলনায় ৬৮,০০ মেগাওয়াট বেশি। এছাড়া বিদ্যুতের সিস্টেম লস কমেছে। একটি বিদ্যুৎ উপকেন্দ্রর স্থাপন করে ২০ এমভিএএসএস ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ দিকে বিদ্যুৎ বিল কালেকশন বর্তমানে শতভাগ। রেভিনিউ/ মাসিক পূর্বে ছিল ১ লক্ষ৫০ হাজার বর্তমানে ৮৪ লক্ষ ৬৬ হাজার। টেলিটকে বিদ্যুৎ বিল পরিশোধের আদায়ের ব্যাবস্তা করেছে যা ৩৫% অর্জিত হয়েছে।এ ব্যাপারে লাখাই সাব-জোনাল অফিসের এজিএম রোখন উদ্দিন বলেন লাখাই উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়ন করা হয়েছে এবং লাখাই সহ ২৪০টি উপজেলা শতভাগ বিদ্যুৎতায়নের ডিজিটাল কনফারেন্সের মাধ্যে প্রধান মন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।এছাড়া জেলার লাখাই সাব-জোনাল অফিসের কর্মচারী ভিত্তিক পারফরমেন্স ও অফিস পারফরমেন্সে ভিত্তিতে ১ম স্থান অর্জন করেছে বলে জানান তিনি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাখাইর পরিচালক মোঃ আব্দুল মুতিন(মাষ্টার) বলেন,হবিগঞ্জ সদর,লাখাই,সায়েস্তাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃআবু জাহিরের প্রচেষ্টায় বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতের যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এর ফলে গ্রামীণ এই জনপদে মানুষের কর্মঘণ্টা বেড়েছে, সেচ ও কৃষিকাজ সহজ হয়েছে, কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের জিডিপি বৃদ্ধিতে গ্রামীণ জনগোষ্ঠীর অবদান বাড়ছে, যা আমাদের জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ