-
- জাতীয় পার্টি
- বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়ন জাপার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশের সময় : অক্টোবর, ৬, ২০১৮, ১০:৫৯ পূর্বাহ্ণ
- 547 বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ই অক্টোবর) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চানপুর বাজারে ইউনিয়ন জাপার আহ্বায়ক বাবলু ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব রাহাতুল্লাহ প্রামাণিকের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট সোহেল রানা।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা জাপার সভাপতি শমশের আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সানা, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সালমান হোসাইন, উপজেলা যুব-সংহতির সভাপতি মিলন হোসেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সজিবুর রহমান সজিব প্রমূখসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে পল্লীবন্ধু এরশাদকে আবার রাষ্ট ক্ষমতায় আনতে হবে। দেশের মানুষের উন্নয়নে এরশাদের বিকল্প নেই। লাঙ্গলেই মঙ্গল এই স্লোগানে আগামি নির্বাচনে সকলকে একসাথে ঝাপিয়ে পড়ার আহবান করা হয়।
সম্মেলন শেষে দয়ারামপুর ইউনিয়ন জাপার সভাপতি হিসেবে বাবলু ফকির ও সাধারণ সম্পাদক হিসেবে রাহাতুল্লাহ প্রামাণিকের নাম ঘোষণা করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ