লালমনিরহাট ফাকল(phakhal) পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নবনির্মিত বাউন্ডারি ওয়াল,গেট ও নতুন একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার এসএম রশিদুল হক।
উদ্ভোধনের সময় অারো উপস্হিত ছিলেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব শফিউল অারিফ,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা অা’লীগের সাধারন সম্পাদক এ্যাডঃমতিয়ার রহমান,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি শেখ অাব্দুল হামিদ বাবু,জেলা মটর মালিক সমিতির সভাপতি ও পরিবহন পুলিশিং কমিঠির সভাপতি সিরাজুল হক,বীরপ্রতিক ক্যাপ্টেন(অবঃ) অাজিজুল হক,পৌরমেয়র রিয়াজুল ইসলাম রিন্টু,গেড়িলা লিডার শফিকুল ইসলাম কানু,ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরেন্দ্র নাথ,ভাইস পিন্সিপাল হেলাল উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মুহাঃ তারিকুল ইসলাম সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ”