-
- লালমনিরহাট
- কালীগঞ্জে তিন দিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্ধোধন
- প্রকাশের সময় : অক্টোবর, ৪, ২০১৮, ৩:০০ অপরাহ্ণ
- 324 বার পড়া হয়েছে
উন্নয়নের অভিযাত্রায় – অদ্যম বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে নিয়ে সারা দেশের ন্যায় কালীগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে “চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮” উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বর্তমান সরকার সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
বৃহস্পতিবার(৪ অক্টোবর) চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট -২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুজ্জামান আহমেদ। অধ্যক্ষ রশিদুজ্জামান, সাবেক কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ, আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি আমীরুল ইসলাম হেলাল, কালীগঞ্জ কমিউনিটি পুলিশং এর সভাপতি মিজানুর রহমান মিজানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ নিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন।
উন্নয়ন মেলা আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধা সাতটা পর্যন্ত উন্নয়ন মেলার ৪০টি ষ্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানা গেছে।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ