-
- জাতীয় পার্টি
- এরশাদই জনগনের ভাগ্যউন্নয়ন ঘটাবে- নির্বাচনী প্রচারণায় এ্যাড সোহেল রানা
- প্রকাশের সময় : অক্টোবর, ৪, ২০১৮, ৫:৫৮ পূর্বাহ্ণ
- 651 বার পড়া হয়েছে
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে লাঙ্গলেই আস্থা জনগনের ও এরশাদই জনগনের ভাগ্যউন্নয়ন ঘটাবে বলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট সোহেল রানা।
মঙ্গলবার (২রা অক্টোবর) নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও লাঙ্গলের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারণাকালে অন্যান্যের মধ্যে ছিলেন বাগাতিপাড়া উপজেলা জাপার সভাপতি শমশের আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সানা, প্রচার সম্পাদক মকলেছুর রহমান, উপজেলা জাতীয় যুব-সংহতির সভাপতি মিলন হোসেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মজিবুর রহমান সজিব প্রমূখ ছিলেন।
নির্বাচনী প্রচারণায় এরশাদের উন্নয়নের কথা তুলে ধরে এ্যাড সোহেল রানা বলেন, পল্লীবন্ধু এরশাদ ছাড়া দেশের মানুষের ভাগ্যউন্নয়ন ঘটবে না, এরশাদ এদেশের যত উন্নয়ন করেছে তা কোন সরকার করতে পারেনি। তাই দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে সকলকে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
তিনি আরও বলেন, মানুষ লাঙ্গলের পক্ষে এ গণজোয়ার সৃষ্টি করতে চাচ্ছে এবং এই লাঙ্গলের উপরই মানুষের আস্থা সৃষ্টি হয়েছে। এসময় তিনি নিজ নির্বাচনী এলাকায় (নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া) এরশাদের শাসন আমলের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ