লাখাই উপজেলার সিংহগ্রামের পুকুরে মাছ পালানো কে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।আহতদের কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭টায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় ওই গ্রামের শাফি মিয়া ও কদ্দছ মিয়া লোক জন গ্রামের একটি পুকুরে মাছ পালানো জন্য বেশ কয় দিন ধরে তাদের মাঝে উত্তেজনা চলে আসছে।এর ফলে ঘটনার দিন সকালে শাফি মিয়ার লোক মোস্তফা পুকুরে মাছ পালাতে গিয়ে কদ্দুছ মিয়ার লোক জন বাধা দেয় পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জরিয়ে পরে এতে ১৫ জন আহত হয়।এর মধ্যে জজ মিয়া,মোহন মিয়া, রাসেল মিয়া, শিবলি,এবাদুল ও কায়ুম কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাখি দের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হুসেন বলেন পুকুরের মাছ পালানো কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।