০৩ অক্টোবর বিকেলে কালেক্টর মাঠের মেলা প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ মেলা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপ-পরিচালক স্থানীয় সরকার জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে বলা হয়, আগামী ৪ অক্টোবর সকাল ৯টায় কালেক্টরেট মাঠ থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। মেলা উদ্বোধনের পর বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট সফুরা বেগম রুমী, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল ও স্থানীয় নেতৃবৃন্দ।
কালেক্টরেট মাঠে ৩ দিনব্যাপী মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন, আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইচ প্রতিযোগিতা, সেমিনার, চিত্তাঅঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রেস কনফারেন্সে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।