ডিবি লালমনিরহাট কর্তৃক অদ্য-০২/১০/১৮ ইং তারিখ ভোর-০৪:৩০ ঘটিকার সময় জনাব, মোহাম্মাদ হাসান ইকবাল চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এবং জনাব সোঃ মনসুর আলী সরকার ওসি ডিবি লালমনিরহাট এর নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আদিতমারী থানাধীন দুর্গাপুর ইউনিয়নস্থ দীঘলটারী মৌজাস্থ কুমারটারী কালীমন্দিরের সামনে মোগলহাট হইতে দুর্গাপুরগামী পাঁকা রাস্তায় ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক ০১। আসামী মোঃ সাইদুল ইসলাম, পিতা-মৃত-মীর হোসেন, সাং-মোগলহাট (সরকারটারী), থানা ও জেলা-লালমনিরহাট কে গ্রেফতার করে। এ সংক্রান্তে আদিতমারী থানার মামলা নং-০১, তারিখঃ- ০২-১০-১৮ ইং।ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) রুজু করা হয়।