লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় অতুল চন্দ্র (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহরী বুকশিলা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অতুল চন্দ্র ওই ইউনিয়নের মৃত জগদিশ চন্দ্রের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহরী বুকশিলা ব্রীজ এলাকা দিয়ে মাদকের একটি চালান যাবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর তদন্ত, উপ-সহকারী (এসআই) নুরুল হক ও এএসআই বিজু মিয়াসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এসময় হাত ব্যাগে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশ অতুল চন্দ্রকে ধাওয়া করে আটক করে। পরে নিকট থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।