-
- ঠাকুরগাঁও
- অপশক্তি মোকাবেলায় রাজপথে থাকবে আওয়ামী লীগ – রমেশ চন্দ্র সেন
- প্রকাশের সময় : অক্টোবর, ১, ২০১৮, ১০:২৫ পূর্বাহ্ণ
- 388 বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১
আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, একটি অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
এই অপশক্তি মোকাবেলায় রাজপথে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি এসসি হাই স্কুল নির্মিতব্য 4 তলা একাডেমিক ভবনের স্থাপনের উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা য় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রমেশ সেন বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
খুব শীঘ্রই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।
অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন,
বাবা মায়েরা আপনারা সব সময় আপনাদের সন্তানকে দেখে রাখবেন।
আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সবকিছুর খোঁজ খবর রাখবেন। এবং সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন কারণ একটি শিক্ষিত জাতি দেশকে উন্নত করতে পারে তাই শিক্ষার কোন বিকল্প নেই।
কোমলমতি শিক্ষার্থীরা তোমরা লেখা পড়া ঠিকমতো করবে কারণ তোমার শিক্ষায় সুশিক্ষিত হয়ে একদিন বাংলাদেশ পরিচালনা করবে তাই শিক্ষা হোক তোমাদের মূল হাতিয়ার।
জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সংসদ রমেশ চন্দ্র সেন বলেন বাংলাদেশে নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।
দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ রয়েছে।
মানুষ মনে করেন আগামী নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
এবং তারা ভোট দিয়ে মন মতো সরকার গঠন করতে পারবেন।
আওয়ামী লীগ সরকার দেশের জন্য যা উন্নয়ন করেছে তা বিগত কোন সরকার করতে পারেনি।
দেশের উন্নয়ন করতে হলে আওয়ামী লীগ ছাড়া কোন বিকল্প নেই তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
লাউ থুতি এস সি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কেদারনাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ অ্যাপোলো,
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, শুখানপুখুরী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, লাউ থূতি এস সি হাই স্কুলের প্রধান শিক্ষক নবীন চন্দ্র বর্মন প্রমুখ।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ