-
- ঠাকুরগাঁও
- ঠাকুরগাঁও সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশীর লাশ উদ্ধার
- প্রকাশের সময় : সেপ্টেম্বর, ৩০, ২০১৮, ৮:৪০ পূর্বাহ্ণ
- 428 বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকার নাগরনদী থেকে সাহিদুর রহমান (২৭) নামের এক বাংলাদেশী নাগরিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকালু।
প্রাণের ভয়ে বাকিরা সাহিদুরকে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ সাহিদুরকে খুজতে থাকে। পরে রাত ১১টায় ৩৮২ নং পিলার এলাকার আমতলী গ্রাম সংলগ্ন নাগরনদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া না গেলেও বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন দাস জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি সাহিদুর রহমান গুলিবিদ্ধ। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত ভাবে বলা যাবে।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ