লালমনিরহাটের কালীগঞ্জে শিক্ষার মানউন্নয়নে জেলা প্রশাসকের উপজেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ২৫ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল অারিফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আমীরুল ইসলাম হেলাল, সহকারি কমিশনার (ভূমি) অাবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ অাবুল কালাম অাজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাফরোজা বেগমসহ মাদ্রাসার অধ্যক্ষ,সুপার ও প্রধান শিক্ষকবৃন্দের ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শিক্ষার গুনগতমান বৃদ্ধি, শিক্ষার্থীদের বিদ্যালয়গামী করা, মাল্টিমিডিয়ার মাধ্যমে অানন্দদায়ক ক্লাশ নেয়া, বিদ্যালয়ে হাইজিন বিষয়, শুধু মাত্র মেয়েদের জন্য অালাদা ল্যাট্রিনের ব্যবস্থা করা, নিরাপদ সড়ক বিষয়ে করণীয় সম্পর্কে আলোকপাত করেন ।