ধামরাই উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছে এক স্কুল ছাত্রী। ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক। উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, একই ইউনিয়নের স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রী এবং গত বছর ৮ম শ্রেণীতে ফেল করা বকাটে ছাত্র শরীফ (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শরীফ। ঘটনার দিন শরীফকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। তবে কৌশলে শরীফ সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে চাপ দিলে সে বিয়ে করতে অসম্মতি জানায়।
গত শনিবার সকাল থেকে ওই ছাত্রী প্রেমিক শরীফ বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এর পর থেকেই প্রতারক প্রেমিক শরীফ পলাতক রয়েছে।
ওই ছাত্রী বলেন, ‘নাজমা আমাকে বিয়ে না করলে আমার আত্যহত্যা ছাড়া কোন উপায় থাকবে না।’
এ ব্যাপারে নাজমার বাবা গজন বলেন, ছেলে বাড়িতে না থাকায় কিছু করতে পারছিনা।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন জানান, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।ছেলে আমার বাড়ির পাশের বাড়ি।