রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানমের হাতে শারিরিকভাবে লাঞ্চিত হয়েছেন সদস্য পারভিন আক্তার। গতকাল সোমবার বিকেলে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান ছাফিয়া খানম পারভিন আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরনের বস্ত্র টেনে ছিঁড়ে ফেলেন। প্রত্যক্ষদর্শী রংপুর জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ও সেলিনা আক্তার জানান বিকেল পৌনে ৫টার দিকে সদস্য পারভিন আক্তার চেয়ারম্যানের কক্ষে আসেন। একটি প্রকল্প সংশোধনীতে স্বাক্ষরের ব্যাপারে অনুরোধ করলে চেয়ারম্যান ছাফিয়া খানম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে ছাফিয়া খানম চেয়ার থেকে উঠে পারভিন আক্তারকে শারিরিকভাবে লাঞ্চিত করেন। ঘটনার পরপরই চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। ঘটনার পরপরই রংপুর জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে কান্নায় ভেঙ্গে পড়েন পারভিন আক্তার। এ ব্যাপারে জেলা পরিষদের অপর সদস্য সিরাজুল ইসলাম প্রামানিক বলেন চেয়ারম্যান এর আগের পরিষদের সদস্যদের সাথে এরকম আচরন করেছেন। আমরা সকল সদস্যদের সাথে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নিব। এ বিষয়ে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানমের সাথে কথা হলে তিনি বলেন কাপড় ছেড়াছেড়ির ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা নিউজ করার মত না। এসময় তিনি সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানান। এদিকে সকল মহলে গুন্জন উঠেছে যে জামায়াত নেতাদের মদদদাতা এই চেয়ারম্যান এ নিয়ে দলে চরম কোন্দল বিরাজ করছে ।