-
- রাজনীতি
- এরশাদের সুস্থতা কামনায় বড়াইগ্রামে আলাউদ্দিন মৃধার উদ্দ্যোগে দোয়া মাহফিল
- প্রকাশের সময় : সেপ্টেম্বর, ২৪, ২০১৮, ৮:১৭ পূর্বাহ্ণ
- 371 বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধার উদ্দ্যোগে বনপাড়া পৌর জাতীয় ছাত্র সমাজের পরিচালনায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট নায়ক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বনপাড়া বাজার এলাকায় বনপাড়া পৌর জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সালমান হোসাইন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইকবাল হোসেন রতন, নুহিন-ফিল-আলামিন, বনপাড়া পৌর ছাত্র সমাজের সদস্য সচিব হৃদয় হাসান, পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মামুন হোসেন, নাঈম ইসলাম, জাহিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা, মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ