পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় (২২ আগস্ট) রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটের উপজেলা সদর বন গভেষনা কেন্দ্রে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু এর সঞ্চালনায়।
রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে শামসুদ্দিন আবু মিয়ার সভাপতিত্বে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী আলমগীর।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন,
জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এ্যাড.উজ্জল বোস, আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য বি এম শাহজাহান।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম ফকু, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন আবু, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি হুমায়ুন কবির তালুকদার, সাধারণ সম্পাদক মিলন খলিফা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল,
উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.সালাহউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল ও বাতেন ফরাজীসহ অনেকে।