-
- রাজনীতি
- বড়াইগ্রামে জোনাইন ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশের সময় : সেপ্টেম্বর, ২১, ২০১৮, ৫:১১ অপরাহ্ণ
- 294 বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে জোনাইল বাজার এলাকায় ইউনিয়ন জাপার সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাসেম আলীর পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জাপার সহ-সভাপতি আলহাজ্ব খাদেমুল ইসলাম, সহ-সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক রেজাউল করিম সালাম, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সালমান হোসাইন, বড়াইগ্রাম উপজেলা যুব-সংহতির সভাপতি আরিফুল ইসলাম, বড়াইগ্রাম ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক বজলুর রহমান বুরুজ প্রমূখসহ উপজেলা ও ইউনিয়ন জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথীর বক্তব্যে অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, আগামী নির্বাচনে লাঙ্গলের জন্য এক সু’দিন আসছে, দেশের মানুষ পরিবর্তন চায়, তাই পরিবর্তনের লক্ষে আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিন।
তিনি আরও বলেন, আমি এরশাদের দোয়া নিয়ে এসেছি আপনারা আমার পাশে থাকুন আমি এই দুই উপজেলাকে বিভাগীয় মডেল হিসেবে তৈরী করতে চায়। আপনারা যদি আমাকে সুযোগ দেন তবে আমি এরশাদের সোনার বাংলা গঠনের অংশীদার হিসেবে এই বড়াইগ্রাম-গুরুদাসপুরে ইন্ডাসটিয়াল পার্ক তৈরী করা হবে, যেখানে বেকার যুবসমাজের কর্ম সংস্থান হবে।
সভাশেষে ইউনিয়ন জাপার সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হাসেম আলী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রজব আলীকে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ