-
- ঠাকুরগাঁও
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা
- প্রকাশের সময় : সেপ্টেম্বর, ২১, ২০১৮, ৫:০৬ অপরাহ্ণ
- 352 বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্দ্ধ-১৭) ফাইনাল খেলায় ঠাকুরগাঁও পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও পৌরসভা দল ১-০ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে পরাজিত করে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। দেশের যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলার কোন বিকল্প নেই। ঠাকুরগাঁওসহ সারা দেশে এ সরকার খেলার উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। খেলোয়াড়দের খেলার মান আরও উন্নয়নের জন্য খেলাধুলার যাবতীয় সরঞ্জাম প্রদান করছে এ সরকার।
তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি খাত উন্নয়নের পাশাপাশি খেলাধুলারও উন্নয়ন ঘটেছে। খেলাধুলার পাশাপাশি অবশ্যই লেখাপড়া সঠিকভাবে করতে হবে এবং যথাযথ অনুশীলনের মাধ্যমে নিজেকে সুন্দর খেলোয়ার হিসেবে গড়ে তুলে দেশের মুখ আরও উজ্জল করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রাহমান বাবু।
এসময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু প্রমুখ।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা দল ও রানার্স আপ ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ