ময়মনসিংহের ফুলপুর উপজেলায় স্বাধীনতাকে রক্ষা ও স্বাধীনতা বিরোধীদের নির্মুলের লক্ষে ” জামাত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারী চাকুরীতে নিয়োগ দেয়া বন্ধ এবং জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধী যারা সরকারী চাকুরীতে বহাল আছে তাদের তালিকা করে চাকুরী থেকে বরখাস্ত করাসহ ৬ দফা দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৩জুলাই সোমবার দুপুরে ফুলপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ও বিভিন্ন পেশা-শ্রেণীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ফুলপুর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব এমএ হাকিম সরকারের সভাপতিত্বে ফুলপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, মোঃ মোফাজ্জল হক দুদু, মোঃ সামছুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডের সন্তান মোছাঃ রোকেয়া পারভীন লাকিসহ বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারগণ এই অনুষ্ঠানে আংশনেন ।
Thanks on your marvelous posting! I really enjoyed reading it, you could
be a great author.I will make certain to bookmark your blog
and may come back sometime soon. I want to encourage one
to continue your great posts, have a nice weekend!