যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সেন্টারের রয়েছে অনবদ্য অবদান। তৃণমূল জনগণের দোরগোড়ায় যে সেবা বিপ্লব ঘটেছে তা সম্ভব হয়েছে ডিজিটাল সেন্টারের জন্য। কম সময়ে, কম খরচে, হয়রানিমুক্ত সেবা প্রদানে ডিজিটাল সেন্টার প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। ইন্টারনেট যেমন জীবনকে সহজ করেছে তেমনি ইন্টারনেটের নিরাপদ ব্যবহারে সবাইকে সচেতন থাকতে হবে, যাতে কেউ তথ্য প্রযুক্তির অপব্যবহার কাউকে হয়রানী করতে না পারে। মঙ্গলবার সকাল দশটায় যশোর কালেক্টরেট সভাকক্ষে ব্যাংক এশিয়া আয়োজিত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের এজেন্ট ব্যাংকিং কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল আরো বলেন, উন্নয়নে সকলের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। কাউকে পিছে ফেলে এগিয়ে যাওয়া যাবে না। উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সহযাত্রী করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, ব্যাংক এশিয়া যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম। এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র অফিসার আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একটি বাড়ি একটি খামার অপারেশন এন্ড সোস্যাল পেমেন্ট ডিপার্টমেন্টের ডেপুুটি হেড চন্দন নাগ।
কর্মশালায় জানানো হয়, চলতি বছরের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ভাতাসমূহ ইলেক্ট্রনিক পদ্ধতিতে (জিটুপি-গভমেন্ট টু পারসন) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। এই কর্মসূচির আওতায় প্রবীণ, শারীরিক প্রতিবন্ধী ও বিধবাসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৬৭ লাখ ভাতাপ্রাপ্ত মানুষ প্রতিমাসের নির্দিষ্ট সময়ে মোবাইল ফোনে এসএসএম পাওয়ার পর সরাসরি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংক থেকে গ্রামে থেকেই তাদের প্রাপ্ত ভাতা তুলতে পারবেন। পাঁচটি জেলায় পাইলটিং আকারে এ কর্মসূচি চলমান আছে। সফলতার পথপরিক্রমায় অচিরেই এ ভাতা কার্যক্রম যশোরে শুরু হবে । যশোরের প্রতিটি ডিজিটাল সেন্টারের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবাটি প্রদান করা হবে।
অনুষ্ঠানে যশোরের এনডিসি প্রীতম সাহা, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ডিভিশনের যশোরের জেলা সুপারভাইজার (ইউডিসি) মাসুদ রানা সহ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ।
কর্মশালায় যশোরের ডিজিটাল সেন্টারে চলমান এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উপর গ্রো এন্ড গেইন ক্যম্পাইনে সেরা ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ক্যাম্পেইন প্রথম হয়েছেন যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউডিসির উদ্যোক্তা সমীর ঘোষ, দ্বিতীয় অভয়নগর উপজেলার সুন্দলী ইউডিসি উদ্যোক্তা পিয়া বিশ্বাস, তৃতীয় বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউডিসি উদ্যোক্তা মাহমুদ হোসাইন, চতুর্থ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউডিসি উদ্যোক্তা সাইফুদ্দীন এবং পঞ্চম মণিরামপুর উপজেলার রোহিতা ইউডিসি উদ্যোক্তা আনোয়ার হোসেন।
পরে কালেক্টরেট সভাকক্ষে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
You could certainly see your skills within the paintings you write. The arena hopes for more passionate writers such as you who aren’t afraid to say how they believe. All the time go after your heart. “What power has law where only money rules.” by Gaius Petronius.