-
- খেলাধুলা
- ডুমুরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আপাতত স্থগিত
- প্রকাশের সময় : সেপ্টেম্বর, ১৯, ২০১৮, ১০:৩২ পূর্বাহ্ণ
- 331 বার পড়া হয়েছে
ডুমুরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু (অনুর্ধ-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় দু’পক্ষের মধ্যে মারামারির কারণে সাময়িকভাবে স্থগিত করেছেন কর্তৃপক্ষ। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু (অনুর্ধ-১৭) গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দু’টি শুক্রবার বিকেলে ডুমুরিয়ার যুবসংঘ মাঠে আয়োজন করা হয়েছিল। প্রথম সেফিাইনাল খেলাটি শোভনা বনাম গুটুদিয়া ইউনিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলা শুরুর আগে গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার প্রতিপক্ষ টীমের ৩ জন খেলোয়াড়ের বিরুদ্ধে বয়স কমানোর অভিযোগ করেন। কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে অভিযোগটি সত্য প্রমানিত হওয়ায় ৩ জনকে বাদ দেন। কিছুক্ষণ পরে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য গুটুদিয়া টীমের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে একই অভিযোগ করেন। এই নিয়েই দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হলেও খেলাটি স্থগিত করেন কর্তৃপক্ষ।
এরপর একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি ডুমুরিয়া সদর বনাম আটলিয়া ইউনিয়নের মধ্যে শুরু হয়। খেলার শুরুতে ডুমুরিয়ার খেলোয়াড়রা প্রতিপক্ষ টীমের ওপর খুব মারমুখি আচারণ করতে থাকে। ফলে আটলিয়া টীমের খেলোয়াড়রা ভীত হয়ে পড়ে আর এই সুযোগে ডুমুরিয়া দল একটি গোল দেয়। পরবর্তীতে আটলিয়া দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে তাদের ওপর আবারও বিধি বহ্নির্ভুত ভাবে আঘাত শুরু করে প্রতিপক্ষরা। এক পর্যায়ে আটলিয়া টীম মাঠ ছেড়ে চলে যায়।
এ ঘটনায় শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম তার কার্যালয়ে এক জরুরী সভার ডাক দেন। সভায় দীর্ঘ আলোচনা শেষে উপজেলা পর্যায়ে চলমান টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং জেলা পর্যায়ের টুনামেন্টে অংশ গ্রহনের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খেলোয়াড় বাছাই ও তালিকা প্রস্তুতির সিন্ধান্ত গ্রহন করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন- টুর্নামেন্টকে ঘিরে মারামারি, হুমকি প্রদান ও পূর্ব শত্রুতা নিয়ে চেয়ারম্যানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই মুহুর্তে খেলার আয়োজন করা হলে পরিস্থিতি খারাপ হতে পারে তাই খেলাটি আপাতত স্থাগিত করা হয়।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply