-
- খুলনা বিভাগ
- সাতক্ষীরা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬২
- প্রকাশের সময় : সেপ্টেম্বর, ১৮, ২০১৮, ৫:৫২ অপরাহ্ণ
- 405 বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের সাত কর্মী ও মাদক মামলার ৬ আসামিসহ ৬২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ফেনসিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ১৪ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
I’m not that much of a internet reader to be honest but your sites really nice, keep it up! I’ll go ahead and bookmark your site to come back later. Many thanks