-
- ঠাকুরগাঁও
- ঠাকুরগাঁওয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন
- প্রকাশের সময় : সেপ্টেম্বর, ১৮, ২০১৮, ১:৫৫ অপরাহ্ণ
- 384 বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে জামাল বাদশাকে সভাপতি, শ্রী গোবিন্দ বাবুকে সাধারণ সম্পাদক, শ্রী নিমাই বাবুকে সহ-সাধারণ সম্পাদক ও মোঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটি গঠন উপলক্ষে সোমবার বিকেলে বালিয়া ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
নজমুল হুদা শাহ এ্যাপোলো তাঁর বক্তব্যে বলেন, দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। কেউ যদি নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
এছাড়াও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিএম সিরাজি মিজান, দপ্তর সম্পাদক মাহমুদ আফরোজ বিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নেওয়াজ শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
আলোচনা সভা শেষে বালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়। খুব অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নেতারা।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply