৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে আকস্মিকভাবে লালমনিরহাট জেলা জাদুঘর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ রংপুর -এর পরিচালক মো: জাকির হোসেন। তিনি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন তথ্য-উপাত্ত দেখার সময় তার পিতার স্মৃতি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিন স্থানীয় সরকার বিভাগ রংপুর -এর পরিচালক মো: জাকির হোসেন দাপ্তরিক কাজে লালমনিরহাটে এসে তার কাজ শেষে রংপুরে ফিরে যাওয়ার সময় আকস্মিকভাবে লালমনিরহাট জেলা জাদুঘর পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। ডি.ডি.এল.জি লালমনিরহাট মো: জহুরুল হক তাকে লালমনিরহাট জেলা জাদুঘরে নিয়ে আসলে তিনি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন তথ্য-উপাত্ত দেখার সময় তার পিতার স্মৃতি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তার পিতা মোহাম্মদ আলী মাস্টার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় একজন সংগঠক হিসেবে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেন সহ অনেক বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সময় তার বাড়ীতে অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করার একটি পাত্র তার বাড়ীতে দীর্ঘ সময় সংরক্ষিত ছিল, যা বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াস হোসেন ও তার পুত্র মো: ইকবাল হোসেন মামুন এর সহযোগিতায় ২০০৫ সালে লালমনিরহাট জেলা জাদুঘর কর্তৃক সংগৃহীত হয়।
ব্যক্তিগত উদ্যোগে লালমনিরহাট জেলা জাদুঘর প্রতিষ্ঠা সহ মহান মুক্তিযুদ্ধের দুস্প্রাপ্য অনেক তথ্য-উপাত্ত সযতেœ সংরক্ষণের জন্য এর প্রতিষ্ঠাতা ড. মো: আশরাফুজ্জামান মন্ডলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
I’m Tera and I live in a seaside city in northern Austria,
Untermallebarn. I’m 20 and I’m will soon finish
my study at Occupational Therapy. http://aaa-rehab.com
Howdy! This is kind of off topic but I need some
advice from an established blog. Is it very difficult to set up your own blog?
I’m not very techincal but I can figure things out pretty fast.
I’m thinking about making my own but I’m not sure where to begin. Do
you have any tips or suggestions? Thank you