গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে লালমনিরহা শহরের এলজিইডি( বটতলা মোড়) এলাকায় the daily sun দৈনিক অামার সংবাদ ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পএিকার সাংবাদিক এস অার শরিফুল ইসলাম রতনের বাসার গ্রীলের তালা ভেঙ্গে তার ব্যবহিত ডিসকভার- ১০০ সিসি লাল রংগের একটি মটরসাইকেল চুরি হয়ে যায়,এ ব্যপারে সাংবাদিক রতন বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন, মটর সাইকেল চুরির ঘটনায় গোটা শহর জুড়ে এখন তোলপার শুরু হয়েছে,সাধারন জনগন মনে করছে যদি সাংবাদিকের গাড়ী বাসার গ্রীল ভেঙ্গে চুরি হয় তাহলে অামাদের কি অবস্হা হবে, তাই সাধারন মনে করে গোটা শহরে যারা মটর সাইকেল চুরির সিন্ডিকেট তাদের গ্রেফতার করলে সব তথ্য বেরিয়ে অাসবে, তারা অারো বলেন যে প্রশাসনের কাছে অবশ্যই তালিকা অাছে কারা মটরসাইকেল চুরির সিন্ডকেট,অবিলম্বে সাংবাদিক রতনের মটরসাইকেল চোরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছে গোটা জেলাবাসি”
Leave a Reply