কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদ এবং জড়িতদেরকে দ্রুত বিচারের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
৬ ডিসেম্বর রবিবার সন্ধায় কালীগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র কালীগঞ্জ বাজারে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ মাহবুব মেলভিন এর নেতৃত্বে লালমনিরহাট জেলা ছাত্রলীগের নির্দেশনায় কর্মসুচী পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ মাহবুব মেলভিন বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য আহত ও অবমাননাকারীদের গ্রেফতার করে দন্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।