ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১২ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে।
৫ সেপ্টেম্বর রোজ বুধবার ১ নং গেদুরা ইউনিয়নে মারাধার গ্রামে হরিপুর থানা পুলিশের পরির্দশক মোঃ মাসুদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাজা উদ্ধার করে।পুলিশে উপস্থিত্তি টের পেয়ে গাজা ব্যবসায়ী মোঃ ওয়াদুদ( ২৮) ও মোঃ মিজানুর( ৩০)আত্ত্বগোপন করে। পুলিশ গাজা উদ্ধার করতে সমর্থ হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। গাজা ব্যবসায়ী মোঃ ওয়াদুদ , পিতা-মোঃ নজরুল মুন্সি ও মিজানুর পিতা,মোঃশামশুল হকে নামে হরিপুর থানায় মামলা রুজু করা হয় মামলা নং ১০,হরিপুর থানা সুত্রে জানা যায়।
Leave a Reply