হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকা থেকে ইলিয়াছ মিয়া (২৪) নামের এক মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। সে শহরের মৃত আনছব উল্লাহ পুত্র।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাত সন্ধ্যা ৭ টার দিকে তাকে আটক করা হয়। এ সময় দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, বিকালে শহরের কোর্ট ষ্টেশন এলাকার সাইফুদ্দিন জাবেদের টিভিএস মোটর সাইকেলটি তার বাসার সামন থেকে চুরি হয়ে যায়। বিষয়টি তিনি হবিগঞ্জ সদর থানায় অবহিত করেন। এ সময় জাবেদের মোটর সাইকেলে ব্যবহৃত মোবাইল ডিভান্সের মাধ্যমে দেখায় তার সাইকেলটি এনাতাবাদ এলাকায় রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এসআই শাহিদ মিয়া ও এএসআই হাকিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মোটর সাইকেলসহ এক যুবককে আটক করে। এ সময় অপর একটি মোটর সাইকেল রেখে চোর পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। পরে ডিবি পুলিশের জ্ঞিসাবাদে মোটর সাইকেল চুরির সাথে জড়িত বলে স্বীকার করে এবং তার সঙ্গীয়দের নাম বলে।
Leave a Reply