খুলনায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চাপাতিসহ জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পশ্চিম রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পশ্চিম রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে ওসি জানান। সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের চৌধুরীপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে। এ ঘটনায় রবিবার জাহিদুলের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
I’m very pleased to find this page. I need to to thank you for ones time just for this fantastic read!!
I definitely appreciated every little bit of it and I have you bookmarked to check out new information in your web site.