অাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র ৪০ তম প্রতিষ্টা বার্ষীকি পালন করলো লালমনিরহাট জেলা বিএনপি ও তার সকল অংগ সংগঠন, সকাল ১১ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে মিশন মোড়ের দিকে অাসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় পরে তারা বিএনপি কার্যালয় থেকে প্রায় ৫০০ শত গজ পর্যন্ত মিছিলটি নিয়ে গিয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানেই স্লোগান দিতে থাকে “অামার নেএী অামার মা তাকে জেলে থাকতে দিবনা,অবিলম্বে বেগম জিয়ার মুক্তি চাই দিতে হবে দিতে হবে,বেগম জিয়ার মুক্তি না দিয়ে এ দেশে কোন নির্বাচন হতে দিবনা।
পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি,র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপি,র সদস্য সচীব ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাধারন সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অাবু ইয়াহিয়া ইউনুছ,জেলা ছাএদলের সভাপতি নাজমুল হুদা লিমন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর অালম অানন্দ, প্রমুখঃ
Leave a Reply