নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কাঠালতলা নামক স্থানে নিহত বাসচাপায় পিষ্ট হয়ে ময়মনসিংহগামী সিএনজি চালকসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় মারাত্বক আশংকাজনক অবস্থায় আহত আরো ৩ জনকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের আলেক মিয়ার পুত্র গোলাম রব্বানি (২০), একই গ্রামের দুধু মিয়ার পুত্র জসিম উদ্দিন (৪০), সাইফুল ইসলামের পুত্র সাকিব (২২)। নিহতরা হল সিএনজি চালক বলাইশিমুল গ্রামের আব্দুর রহমানের পুত্র জামাল (৩০)। কাউরাট গ্রামের রফিকুল ইসলামের পুত্র ও কেন্দুয়া ডিগ্রি কলেজের ছাত্র শরিফ (২০), কুতুবপুর গ্রামের হাদিস মিয়ার পুত্র নাজির উদ্দিন (২৭) ও মোহনগঞ্জ উপজেলার চেচরাখালী গ্রামের আব্দুল হান্নান মাস্টার এর ছেলে মোরাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বেলা প্রায় ৩ টার দিকে কেন্দুয়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামক যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৪২৭) উপরোল্লেখিত স্থানে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক ও যাত্রীসহ সিএনজিটি দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা এসে সিএনজি থেকে আহত ও নিহতদের উদ্ধার করে আহতদেরকে উপজেলা হাসপাতালে ও নিহতদের লাশ থানায় নিয়ে আসে। খবর পেয়ে ওসি ইমারত হোসেন গাজী , উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া, উপজেলা ভাইস চেয়াম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান সেলিম, মাসকা ইউপি চেয়াম্যান মোস্তাফিজুর রহমান খোকামনিসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
I know this web page presents quality depending articles and additional
data, is there any other web site which presents these
kinds of stuff in quality?
I savor, cause I discovered exactly what I used to be taking a look for.
You have ended my four day long hunt! God Bless you man. Have a great day.
Bye
I’ve been exploring for a little bit for any high quality articles or
weblog posts on this kind of house . Exploring in Yahoo I ultimately stumbled upon this
site. Reading this information So i’m satisfied to express that
I have an incredibly excellent uncanny feeling I came upon just what
I needed. I most indubitably will make certain to don?t fail to
remember this site and provides it a look on a relentless basis.