-
- রাজনীতি
- গুরুদাসপুরে ৩০ জনের সম্মেলনে ৪১ সদস্যের কমিটি গঠন
- প্রকাশের সময় : আগস্ট, ৩১, ২০১৮, ৮:১৮ পূর্বাহ্ণ
- 380 বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরে ৩০ জনের জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১শে আগষ্ট) সকালে জাপার কেন্দ্রীয় যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সরকারের উপজেলার চাঁচকৈড় এলাকার বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলা ও পৌর জাতীয় ছাত্র সমাজের যৌথ সম্মেলনে সাংবাদিক, অতিথী ও নেতাকর্মীসহ লোক ছিল মাত্র ৩০জন। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য জননেতা মজিবুর রহমান সেন্টু, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সরকার, নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আমির হোসেন আমির, সুপ্রিম কোর্টের ক্ষ্যাতনামা আইনজীবি এ্যাড শহিদুল ইসলাম সোহেল।
অতিথীদের বক্তব্য শেষে ৩০জনের সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর জাতীয় ছাত্র সমাজের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের বিষয়ে খোজ খবর নিয়ে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশের কারণে গত ২৬শে আগষ্ট জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সালমান হোসাইন জেলা জাপার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা সহ ছাত্র সমাজের নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে গুরুদাসপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে জেলাসহ কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে।
তবে কেন্দ্রের বরাত দিয়ে জানানো হয়েছে, নাটোরে জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলন হয়নি, প্রস্তুত কমিটি গঠন হয়েছে। এখানে আমির হোসেন যে সভাপতি পদ ব্যাবহার করেছে তা ভুয়া মিথ্যা ও বানোয়াট, এবং যা অবৈধ।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply