বগুড়া-নাটোর মহাসড়কে ফিটনেসবিহীন ৮শ যানবাহনে মামলা দিয়েছে পুলিশ। এ ঘটনায় এই মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন, ব্যাটারিচালিত অটোভ্যানসহ সব ধরণের থ্রি হুইলার চলাচল বন্ধ হয়ে গেছে।
বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী ও সার্জেন্ট আজিজুল ইসলামের নেতৃত্বে হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলতি আগস্ট মাসের ২৯ তারিখ পর্যন্ত ৮০০ যানবাহনে বিরুদ্ধে মামলা দিয়েছে।
এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন। শত শত যানবাহন আটক করে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এছাড়া থ্রি হুইলার (ব্যাটারি চালিত অটো ভ্যান) আটক করে পুলিশ ফাঁড়ির পাশে রাখা হচ্ছে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী ৮০০ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ সদস্যরা বলছেন, কিছু চালক আইন ভাঙছে। পুলিশও মামলা দিচ্ছেন। মানুষ সচেতন হলে মামলার সংখ্যা কমে আসবে। মামলা দেওয়ার পাশাপাশি সচেতনতা তৈরিতে কাজ করছে পুলিশ। পথচারী ও যানবাহনের চালকদের উদ্দেশে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, মোটরসাইকেলের চালকের হেলমেট থাকলেও আরোহীর হেলমেট নেই। এসব ক্ষেত্রে আরোহীর জন্য হেলমেট রাখতে সতর্ক করার পাশাপাশি মামলা দিচ্ছে পুলিশ।
Leave a Reply