আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, আনন্দ টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি সারোয়ার জাহান, মাইটিভি’র শেরপুর উপজেলা প্রতিনিধি শামীম সরকার বিদ্যুৎ, সাংবাদিক নাহিদ হাসান রবিন, এজেড হীরা, সৌরভ অধিকারী শুভ ও শফিকুল ইসলাম শাওন প্রমুখ ।
উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম শরীফ, পরিমল বসাক, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, আনন্দ টিভি’র প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ, সাংবাদিক শফিকুল ইসলাম বাবলু, অশোক সরকার, শরিফ উদ্দিন সাকিদার, ইফতেফার আলম ফরহাদ, আবু বকর সিদ্দিক, উত্তম সরকার, বিজয় টিভি প্রতিনিধি রবিন সরকার, সাংবাদিক লিমন হাসান, আবু জাহের, শেখ মুঞ্জুরুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন বন্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় সাংবাদিকরা।
Leave a Reply