-
- সারাদেশ
- বাবাকে খুঁজতে মা সহ দুই শিশু খুলনায়
- প্রকাশের সময় : আগস্ট, ২৮, ২০১৮, ৩:২৫ অপরাহ্ণ
- 280 বার পড়া হয়েছে
প্রশাসন পরিচয়ে যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকা থেকে খুলনার ঘের ব্যবসায়ী আলতাফ হাওলাদারকে (৩৭) তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত দুই সপ্তাহেও তার সন্ধান মেলেনি।
পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ইশরাত আরা লামিয়া ও শিশু শ্রেণির ইশরাত আরা সামিয়া মায়ের সঙ্গে খুলনায় এসেছে বাবাকে খুঁজতে। অশ্রুসিক্ত স্ত্রী ও দুই মেয়ে গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আলতাফ হাওলাদারের সন্ধান দাবি করেন।
আলতাফের স্ত্রী সেলিনা বেগম লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ আগস্ট রাত ৯টার দিকে যশোরের শার্শার নাভারন কাজীর বেড় গ্রামে শ্বশুর বাড়িতে দুই সন্তানের সামনে থেকে র্যাব পরিচয়ে সাদা পোশাকের পাঁচজন লোক তার স্বামীকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।
অপহরণের পরদিন ১৫ আগস্ট শার্শা থানায় অভিযোগ করেন সেলিনা বেগম। বিষয়টি নাভারণ সার্কেলের এএসপি ইমরানকেও লিখিতভাবে জানান তিনি। পরবর্তীতে ২৫ ও ২৬ আগস্ট তিনি ও আত্মীয়-স্বজনরা খুলনাস্থ র্যাব-৬ কার্যালয়ে গিয়েও স্বামী আলতাফ হাওলাদারের কোন তথ্য পাননি। ঈদের দিনেও দুই সন্তানকে নিয়ে নিখোঁজ স্বামীকে খুঁজেছেন তিনি। স্বামীকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Like this:
Like Loading...
Related
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply