হবিগঞ্জের মাধবপুরের স্কুলছাত্র নিশাত রহমান নিলয় (৯) অপহরণের ১১ মাধবপুরে অপহৃত শিশু নিলয় এখনো উদ্ধার হয়নি, গ্রেফতার ২ উদ্ধার হয়নি। জড়িত থাকার অভিযোগে র্যাব দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো, লাখাই উপজেলার স্বজন গ্রামের আব্দুল রেজ্জাকের ছেলে সাইদুল (৩৭) ও মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে জীবন পাল (৩৬)।
শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্প কমান্ডার এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার জানান, নিলয় গত ১৭ আগস্ট মাধবপুরের ধর্মঘর গরুর বাজার থেকে অপহৃত হয়। পরের দিন সাইদুর নিলয়ের মামা আশিকুর রহমান খোকনের কাছে টেলিফোনে ২০ হাজার টাকা দাবি করে জীবনের বিকাশ নাম্বারে পাঠাতে বলে। টাকা পাঠানোর পরও ফিরে আসেনি নিলয়। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মাধবপুর উপজেলার চৌমুহনী থেকে জীবন পাল ও নোয়াপাড়া বাজার থেকে সাইদুরকে আটক করে র্যাব সদস্যরা।
নিলয় অপহরণ মামলায় তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এস আই লিটন ঘোষ বলেন, আটক দুইজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। নিলয়কে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট শুক্রবার ধর্মঘর বাজারের সৌদি প্রবাসী মশিউর রহমানের পুত্র তৃতীয় শ্রেণির ছাত্র নিশাত রহমান নিলয় ধর্মঘর গরুর বাজার থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা মশিউর রহমান মাধবপুর থানায় প্রথমে জিডি পরে একটি অপহরণ মামলা করেন।
Leave a Reply