রাণীশংকৈল (ঠাকুরগাঁওয়ের) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ওয়ারেন্টের ৬ আসামীকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিন ব্যাপী রানীশংকৈল থানা পুলিশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টের আসামীদের বিভিন্ন স্থান থেকে আটক করে।
আটককৃত আসামীরা উক্ত উপজেলার হোসেনগাঁও গ্রামের আইনুল হকের ছেলে ফরহাদ (৩৫), একই গ্রামের আমির উদ্দিনের ছেলে নাজমুল (৩৩), গাজিরহাট গ্রামের পরম আলীর ছেলে জাবেদ আলী (২৫), ভদ্রেশ্বরী গ্রামের হাফিজুলের ছেলে সোহাগ (৩০), একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে হাফিজুল (৫৬) ও হরিপুর উপজেলার বহতি গ্রামের আব্দুর রহমানের ছেলে জালাল (৫৩) সহ ৬ জন আসামীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে রানীশংকৈল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, তারা বিভিন্ন মামলার ওয়ারেন্ট আসামী তাদের গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে এবং আগামীকাল আদালতে প্রেরন করা হবে।