কলাপাড়ার ধানখালী ইউনিয়ানে চলছে ঘর তোলার প্রতিযোগিতা,ঘরের টাকা পাওয়ার পর ঘর ভেঙ্গে নেয়া হয়েছে,কিন্তুু আবারও সরকারি ও কোম্পানির টাকা হাতিয়ে নেয়ার জন্য এসব ঘর তোলা হচ্ছে।
যেন ঘর তোলার প্রতিযোগিতা,এক রাতের মধ্যে ঘর তোলা শেষ। এদের মধ্যে বহিরাগত লোকজনই বেশি,যার ঘরের কোন হোল্ডিং নাম্বার নি।
অভিযোগ রয়েছে, কলাপাড়া, নিশানবাড়িয়া লালুয়া আমতলী, বরগুনা, পটুয়াখালী, পাখিমারা, সোনাখালী, দেবপুর সহ অন্য এলাকার লোকজন এইসব নতুন ঘর তুলছে।
এর আগে এই এলাকার যাদের ঘর ছিল তারা টাকা পেয়ে যায়।
ঘরের টাকা পাওয়ার পরে তারা পুরাতন ঘর ভেঙ্গে আবার এই গিলাতলাতে নতুন করে উঠাচ্ছে টাকা পাওয়ার আশায়।
অনেকে নাম দিচ্ছে হঁঠাৎ গ্রাম,এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার বলেন, আমার কাছেও অভিযোগ আসছে।
পুরাতন ঘরের মধ্যে অনেকেই টাকা পায়েনি তারা যেন টাকা পায়ে তার জন্য সরকারের প্রতি অনুরোধ রইলো,যারা টাকা পাওয়ার পরেও এবং বহিরাগতরা ঘর তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
Leave a Reply